আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সিনোপটিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে অধিদপ্তর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদীর অববাহিকায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।
সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রবিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।